লিস্টনের গোলেও জয় পেল না বাগান

author-image
Harmeet
New Update
লিস্টনের গোলেও জয় পেল না বাগান

নিজস্ব সংবাদদাতাঃ ডুরান্ড কাপের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল এটিকে মোহন বাগান। দ্বিতীয় ম্যাচে হল ড্র। বুধবার মুম্বই সিটির বিরুদ্ধে ড্র করল এটিকে মোহন বাগান।


বাগানের হয়ে একমাত্র গোল করেছেন লিস্টন কোলাসো। বিরতির আগে তিনি গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। ৭৭ মিনিটে মুম্বইয়ের হয়ে গোল শোধ করেন পেরেইরা।