পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে পড়ুয়াদের বিক্ষোভ

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে পড়ুয়াদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধিঃ বুধবার রাস্তা মেরামতের দাবিতে ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চাবি-তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল স্কুল পড়ুয়ারা। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের চন্দ্রী থেকে আস্তি এবং আস্তি থেকে ফেঁকো পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। একটু বৃষ্টি হলেই স্কুল পড়ুয়ারা ওই রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়ে। বারবার গ্রাম পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনকে জানালেও ওই রাস্তাটি মেরামত করার কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। বুধবার সকাল থেকে একটানা ভারী বৃষ্টি শুরু হয়েছিল। যার ফলে ওই রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। যার ফলে স্কুল পড়ুয়ারা স্কুলে আসতে সমস্যায় পড়ে। সেই জন্য বুধবার রাস্তা মেরামতের দাবিতে স্কুল পড়ুয়ারা চন্দ্রী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে ছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। তবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। গ্রাম পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও মেরামতের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। আর ওই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায়। কিন্তু রাস্তার এমন অবস্থা পায়ে হেঁটে ওই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। তাই ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছে বলে গ্রামবাসীরা জানান।