নিজস্ব প্রতিনিধি-বুধবার ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্রভবনে SCERT এবং উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে, 'সহর্ষ' নামে এক নতুন প্রকল্পের উদ্বোধন হয়।
এই প্রকল্পের উদ্দেশ্য প্রথম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত সব ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যেন কোন সামাজিক দায়বদ্ধতা বা অসুবিধা না হয়, এবং তারা যেন পড়াশুনা চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে কাজ করা। দেশের মাত্র ২টি রাজ্যে এই প্রকল্প চালু রয়েছে। দিল্লী এবং উত্তরাখন্ডের পর ত্রিপুরা রাজ্যেই এই প্রকল্পটি চালু হয়েছে।আজ এই প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।