নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে Uber এর সহযোগিতায় 'সাথী' প্রকল্পের আওতায় যুব সমাজের কর্মসংস্থানের এক নতুন প্রয়াসের বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। সাথী প্রকল্পের সূচনা করে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, উবের কোম্পানির সহযোগিতায় এই প্রকল্পটি চালু করা হয়েছে, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার যে সকল যুবক ড্রাইভিং জানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ৫০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ওই যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান। বুধবার কয়েকজন যুবকের হাতে কর্মসংস্থানের কাগজপত্র তুলে দেওয়া হয়। রাজ্যের মধ্যে প্রথম ঝাড়গ্রাম জেলায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। আগামী দিনে আরও বেকার ছেলেদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান। বুধবার ওই অনুষ্ঠানে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, উবের সংস্থার আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।