পুরসভার প্রস্তাব মেনেই দুর্গাপুজো মণ্ডপ হবে মহম্মদ আলি পার্কে

author-image
Harmeet
New Update
পুরসভার প্রস্তাব মেনেই দুর্গাপুজো মণ্ডপ হবে মহম্মদ আলি পার্কে

নিজস্ব সংবাদদাতা: অবশেষে জট কাটল মহম্মদ আলি পার্কের পুজোর। গতকাল কলকাতা পুরসভার পক্ষ থেকে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার অমিতাভ পালের নেতৃত্বে যৌথ পরিদর্শন করা হয়। তারপর  মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক হয়। বিকল্প প্রস্তাব দেয় কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। প্রস্তাবটি ছিল যে, জলাধারের উপর থেকে মণ্ডপকে সরিয়ে ফেলতে হবে। মণ্ডপকে জলাধারের উপর থেকে সামনে সরিয়ে এনে ১০ ফুটপার্কের মধ্যে এবং ৫ ফুট ওয়াকওয়েতে মণ্ডপ করতে হবে।  কলকাতা পুরসভার প্রস্তাব মেনে পার্কের সামনের দিকের অংশেই মণ্ডপ তৈরি করবে কমিটি।ইয়ুথ অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্তের কথা কলকাতা পুরসভাকে জানিয়ে দিল পুজো কমিটি।