ডার্বির আগে ইস্টবেঙ্গলে চূড়ান্ত ষষ্ঠ বিদেশি

author-image
Harmeet
New Update
ডার্বির আগে ইস্টবেঙ্গলে চূড়ান্ত ষষ্ঠ বিদেশি

নিজস্ব সংবাদদাতাঃ ষষ্ঠ বিদেশি ফুটবলার নিশ্চিত করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার জর্ডান ও’ডোহার্তিকে নিশ্চিত করেছে ক্লাব। ইনিই দলের এশিয়ান কোটার বিদেশি ফুটবলার। 

বুধবার ক্লাবের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। গত মরসুমে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে নিউক্যাসল জেটসের হয়ে খেলেছিলেন জর্ডান ও’ডোহার্তি। ইনি মূলত মাঝমাঠের ফুটবলার।