বদল ঘটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণে

author-image
Harmeet
New Update
বদল ঘটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণে

নিজস্ব সংবাদদাতাঃ মিস ইউনিভার্সে এবার থেকে বদলাচ্ছে নিয়ম। মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্বের সুযোগ করে দিতে এবার থেকে বিবাহিতা নারীরাও এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ চাইলে সংসার-সন্তান সামলেও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। ২০২৩ সাল থেকে এমনই নিয়ম চালু হতে চলেছে। জানা গিয়েছে, আমজনতা এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন। এই নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতার একটি অভ্যন্তরীণ মেমো-য় লেখা, 'আমরা মনে করি প্রত্যেক মহিলার জীবনের রাশ তাঁর হাতেই থাকা উচিত। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সিদ্ধান্তের জের যাতে তাঁর পেশাগত সাফল্যে বাধা না তৈরি করে সেটাও দেখা দরকার।' নতুন সিদ্ধান্তকে মন খুলে স্বাগত জানিয়েছেন সকলে। ২০২০ সালের মিউ ইউনিভার্স-জয়ী, মেক্সিকোর আন্দ্রিয়া মেজা একটি সাক্ষাৎকারে বলেন, 'অন্তর থেকে বলছি, এটা যে হতে চলেছে সেটাতেই আনন্দ হচ্ছে। সমাজ বদলায় এবং অতীতে যে সব পেশায় শুধু পুরুষদের আধিপত্য ছিল সেখানেও আজ মহিলারা নেতৃত্ব দিয়েছেন। ফলে সৌন্দর্য প্রতিযোগিতার ক্ষেত্রেও মনোভাব বদলানো দরকার।' তবে একই সঙ্গে তাঁর সংযোজন, পুরনো যে নিয়ম ছিল তা নির্দিষ্ট দর্শকদের কথা ভেবেই তৈরি করা হয়। ভাবনাটি এমন যে, যিনি-ই মিস ইউনিভার্স-জয়ী হবেন তিনি যেন দর্শকের সামনে একজন 'সিঙ্গল' তরুণী হিসেবে উঠে আসেন। এমন এক জন যিনি কোনও সম্পর্কের অপেক্ষায় রয়েছেন। কিন্তু এই মনোভাব যে অত্যন্ত লিঙ্গবৈষম্যমূলক, সে কথাও মনে করিয়ে দেন আন্দ্রিয়া মেজা।