বিধানসভা থেকে রাজা সিংকে বহিষ্কার করার দাবি তুলল আইমিম

author-image
Harmeet
New Update
বিধানসভা থেকে রাজা সিংকে বহিষ্কার করার দাবি তুলল আইমিম

​নিজস্ব সংবাদদাতাঃ নবী মহম্মদের বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করার জন্য আগেই বিজেপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন রাজা সিং। এবার বিধানসভা থেকেও তাঁকে বহিষ্কার করার দাবি তুলল আইমিম।






এই দলের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এদিন বলেন,'দলের পক্ষ থেকে আমাদের বিধায়ক এবং সাধারণ সম্পাদক আহমেদ পাশা কাদরি তেলেঙ্গানা বিধানসভার স্পিকার পোচারাম শ্রীনিবাস রেড্ডিকে চিঠি লিখেছেন যে রাজা সিং-এর বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা হোক। তাঁর মনোভাব একজন বিধায়ক হওয়ার ক্ষেত্রে অশোভন।'