নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ আত্মীয়ের বাড়ি যাবার সময় রাজ্যসড়কের উপর হঠাৎ প্রাইভেট গাড়ি খারাপ। আর গাড়ি খারাপ হওয়াতে স্থানীয় কিছু মানুষের হেল্প চাওয়াি কাল হলো শ্রীবাস সানকির। গাড়ি থেকে চুরি গেল লক্ষাধিক টাকার কয়েক ভরি সোনার গহনা। অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করে দুইজনকে। উদ্ধার হয় চুরি যাওয়া সোনাও। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার শ্রীরামপুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর ১৮ ই আগস্ট বৃহস্পতিবার ঘাটাল থানার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা শ্রীনিবাস সানকি ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। কয়েক দিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ঘাটাল থানার নবগ্রামের কাছে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর রাত নাগাদ শ্রীনিবাসের প্রাইভেট কারটি খারাপ হওয়াতে স্থানীয় কিছু মানুষকে সাহায্যর জন্য বলতেই এগিয়ে আসে দুই যুবক। তারপরে শ্রীনিবাসের প্রাইভেট গাড়িটি ওই যুবকরা ঠেলে চন্দ্রকোনার কেঠিয়া ব্রিজে একটি গ্যারাজে নিয়ে আসে মেরামতের জন্য। সাহায্যের অজুহাতে শ্রীনিবাসের অলক্ষ্যে তার গাড়িতে ব্যাগে থাকা কয়েক লক্ষ টাকা সোনার গহনা হাতিয়ে নিয়ে পালিয়ে য়ায় ওই দুই যুবক।পুরো বিষয়টি নিয়ে ক্ষীরপাই ফাঁড়িতে অভিযোগ দায়ের করে শ্রীনিবাস। তড়িঘড়ি তদন্ত নামে চন্দ্রকোনার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।ঘটনার তদন্তে নেমে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘাটালের নবগ্রাম থেকে তাপস বিশুই ও জলসরা থেকে মানিক সাউ নামে দুইজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া কয়েক ভরি সোনার গহনা।আর এই ঘটনায় ধৃতদের গ্রেপ্তারের পর আজ বুধবার পুলিশ তাদের মেডিক্যালের জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং ধৃতদের ঘাটাল আদালতে পাঠানো হয়।