পুজোর পরেই হাওড়া পুরনিগমের ভোট করতে মরিয়া রাজ্য

author-image
Harmeet
New Update
পুজোর পরেই হাওড়া পুরনিগমের ভোট করতে মরিয়া রাজ্য

নিজস্ব সংবাদদাতা:  রাজভবনকে এড়িয়ে চার বছর ধরে থমকে থাকা হাওড়া পুরনিগমের ভোট করতে আইনি জট কাটাতে ওয়ার্ড পুর্নবিন্যাসের উদ্যোগ নিল রাজ্য সরকার। পুজোর পরই হাওড়া পুর নিগমের ভোট করাক প্রস্তাব। গত নভেম্বরেই রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া পুরনিগমের ১৬ ওয়ার্ড নিয়ে নতুন করে বালি পুরসভা গঠন করার প্রস্তাব গ্রহণ করা হয়। একইসঙ্গে হাওড়া পুর আইনকে সংশোধন করে ৬৬ ওয়ার্ডের বদলে ৫০ ওয়ার্ডের পুরনিগম গঠনের বিল গৃহীত হয়। রাজ্যপালের সম্মতির জন্য রাজভবনের পাঠানো পরই গোটা প্রক্রিয়াটাই থমকে যায়।