থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত

author-image
Harmeet
New Update
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত

নিজস্ব সংবাদদাতাঃ মেয়াদের সময়সীমার আইনি চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করেছে দেশটির শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী মেয়াদের চেয়ে বেশি সময় ধরে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন বলে আদালতে অভিযোগ তোলে দেশটির বিরোধী দলগুলো। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ আট বছর নির্দিষ্ট করা আছে। ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন প্রায়ুথ চান ওচা। ২০১৯ সালে সামরিক সরকারের নির্দেশনায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে থাকেন তিনি। 

                

বুধবার মামলাটি বিবেচনায় নিয়ে প্রায়ুথ চান ওচাকে বরখাস্ত করে আদালত। তবে এই মামলার চূড়ান্ত রায় দেওয়া এখনও বাকি রয়েছে। আদালতের আদেশে প্রধানমন্ত্রী বরখাস্ত হওয়ায় এখন নিয়ম অনুযায়ী উপপ্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান (৭৭) নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।