বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ

author-image
Harmeet
New Update
বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ





নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ
ময়না বিধানসভার ইন্দ্রজিৎ বাড়ুই বাকচা অঞ্চলের গোবরাদন গ্রামে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী। একটি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ। সেই মামলার জামিন নেওয়ার জন্য তমলুকে এসেছিল। ভগবানপুরে তার কিছু কাজ থাকার জন্য, সে ভগবানপুর দিয়ে বাড়ি ফিরছিল। এই সময় নান্টু প্রধানের বিএড কলেজের সামনে অতর্কিতে বাকচার তৃণমূলের হার্মাদ নেতা বলে পরিচিত মনোরঞ্জন হাজরা ও পঙ্কজ ভঞ্জ এর নেতৃত্বে প্রায় ১৫ জনের তৃণমূলের দুষ্কৃতী ইন্দ্রজিতের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। ইন্দ্রজিতকে ওই সময় রড, ডান্ডা দিয়ে হামলা করা হয় বলে খবর। দোষ একটাই সে বিজেপি করে। ওদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল সেইসঙ্গে একটি বড় পাথর দিয়ে ওকে থেঁতলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয় লোকজন চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলে সুযোগ বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে দেঁড়ে দিঘী নান্টু প্রধানের কলেজের কাছে। এই জায়গাটা তৃণমূলের হার্মাদ বাহিনীর মুক্তাঞ্চল বলে পরিচিত। ভগবানপুরের বিজেপির কার্যকর্তা চন্দন মাইতিকে এই জায়গাতেই নৃশংসভাবে খুন করা হয়েছিল। আবার ইন্দ্রজিৎ বাড়ুইকে এই জায়গাতেই খুন করার চেষ্টা করা হলো। পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও এই জায়গাটা নিয়ে উদাসীন।