নিজস্ব সংবাদদাতাঃ জনপ্রিয় রেডিও শো 'মন কি বাত'-এর মাধ্যমে আজ দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাঁর এই রেডিও শো ৭৯ তম দিনে পা দিল। এদিন তিনি বলেন, 'টোকিওতে অংশ নেওয়া ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা। অলিম্পিকে অংশগ্রহণকারীদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন। ২৬ জুলাই কার্গিল দিবস। এদিন মহা আড়ম্বরের সঙ্গে কার্গিল দিবস পালিত হবে। ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। এদিন সবথেকে বেশি মানুষ একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবেন। এমনটাই চাইছে সংস্কৃতি মন্ত্রক। স্বাধীনতার জন্য মানুষ একজোট হয়েছিল। দেশের উন্নয়নের জন্যই একজোট হতে হবে। ভোকাল ফর লোকালে জোর দিতে হবে। আগামী ৭ আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম দিবস। ১৯০৫ সালে এইদিনেই স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়। হ্যান্ডলুমের সঙ্গে বহু মানুষ জড়িত। খাদিস পোশাক বিক্রি অনেক গুণ বেড়েছে। খাদির নাম এলে মহাত্মা গান্ধীর কথা আসবেই। ভারত জোড়ার আন্দোলন শুরু করতে হবে।'