বিচারককে হুমকির ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি

author-image
Harmeet
New Update
বিচারককে হুমকির ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ  বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। আসানসোলের সিবিআই আদালতের বিচারককে হুমকির ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির আইনজীবী সেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যাবে। বুধবার প্রধান বিচারপতি এন ভি রমণের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা। এদিন দুপুরে আইনজীবীদের সময় দিয়েছেন বিচারপতি।অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে বিচারকের পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। 


এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বসু-সহ তিন জন আইনজীবী প্রধান বিচারপতি সঙ্গে দেখা করে ওই ঘটনার প্রতিবাদ জানাবেন। লিখিত আকারে প্রতিবাদ জানাবেন বলে জানা গিয়েছে। এভাবে একজন বিচারককে হুমকি দেওয়া দেশের বিচার ব্যবস্থাকে আঘাত করা হয়েছে বলেই দাবি আইনজীবীদের।