নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ার দেইর আল জোর অঞ্চলে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী জানিয়েছে, অঞ্চলটিতে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীর হামলা থেকে মার্কিন বাহিনীর সুরক্ষার জন্য এ ধরনের হামলা চালানো হয়েছে। হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে ব্যাপারে মার্কিন বাহিনীর বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।