নিজস্ব সংবাদদাতা: আসামে বাড়লো চা শ্রমিকদের বেতন। আসাম সরকার রাজ্যের চা বাগান কর্মীদের ন্যূনতম অন্তর্বর্তী মজুরি দিনে ২৭ টাকা করে বাড়িয়েছে।
এবার থেকে ব্রহ্মপুত্র উপত্যকার চা বাগানের শ্রমিকরা প্রতিদিন ২৩২ টাকা করে অন্তর্বর্তী ন্যূনতম মজুরি পাবেন। এছাড়াও বরাক উপত্যকার চা শ্রমিকরা প্রতিদিন ২১০ টাকা করে পাবেন।