বাড়লো চা শ্রমিকদের বেতন

author-image
Harmeet
New Update
বাড়লো চা শ্রমিকদের বেতন


নিজস্ব সংবাদদাতা: আসামে বাড়লো চা শ্রমিকদের বেতন। আসাম সরকার রাজ্যের চা বাগান কর্মীদের ন্যূনতম অন্তর্বর্তী মজুরি দিনে ২৭ টাকা করে বাড়িয়েছে। 

Tea workers in Assam get much less wages to lead a decent living: IIT  Bombay & Oxfam India - Sentinelassam

এবার থেকে ব্রহ্মপুত্র উপত্যকার চা বাগানের শ্রমিকরা প্রতিদিন ২৩২ টাকা করে অন্তর্বর্তী ন্যূনতম মজুরি পাবেন। এছাড়াও বরাক উপত্যকার চা শ্রমিকরা প্রতিদিন ২১০ টাকা করে পাবেন।

Assam goverment announces bonus for tea workers under Assam Tea Corporation  Limited | Catch News