কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণডেপুটেশন

author-image
Harmeet
New Update
কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পেট্রোপণ্যের মতো কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলার সমস্ত কেরোসিন ডিলাররা বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক দফতরে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম হলেও বর্তমানে রাজ্যে GST সহ পেট্রোলের মূল্য ১০৫ টাকা ৬১ পয়সা এবং ডিজেলের মূল্য-৬১টাকা ৩৪ পয়সা। তার ওপর কোরোসিনের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। এর ফলে সাধারণ মানুষ কেরোসিন তেল কিনতে পারছেন না। এর পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধি অত্যাধিক হওয়ায় গ্যাসও কিনতে পারছেন না অনেকেই, তাই সাধারণ মানুষ এখন গাছ কেটে জ্বালানির ব্যবস্থা করছেন। এতে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে এবং দূষণও বাড়ছে। এর ফলে সমস্ত ডিলাররা বেরোজগেরে হয়ে পড়েছেন। 

 মঙ্গলবার তারা তাদের জীবিকা ফিরে পেতে, কেরোসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলা কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের ১৭০০ এরও বেশি ডিলার্সগণ বন্টনে দাম বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জেলা কেরোসিন ডিলারদের কেরোসিনের প্রকৃত মূল্য নির্ধারণ ও রেশন সামগ্রীর মতো পুনরায় কেরোসিনের আর্থিক ভর্তুকি প্রদানের দাবি সহ সাত দফা দাবির ভিত্তিতে জেলাশাসকের নিকট বিক্ষোভ দেখিয়ে গণডেপুটেশন দিলেন।