সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের আইন অমান্য কর্মসূচি

author-image
Harmeet
New Update
সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের আইন অমান্য কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : বামেদের সারা ভারত কৃষকসভা ও খেতমজুর সংগঠনের ডাকে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে অভিযান ও আইন অমান্য কর্মসূচি গৃহীত হয়। প্রথমে নিমতৌড়িতে পথসভা করা হয়। সেই পথসভাতে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। এর পাশাপাশি ছিলেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ অন্যান্য বাম নেতৃত্বরা।



এই পথসভা শেষে নিমতৌড়ি চৌরাস্তার মোড় থেকে বাম কর্মী সমর্থকরা মিছিল আকারে জেলাশাসকের দফতরের মূল প্রবেশদ্বারের সামনে যেতে না যেতেই পুলিশি বাধা হয়ে দাঁড়ায় ওই মিছিলের আগে। তবে পুলিশি বাধা পেলে বাম নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা পুলিশি রেল গেটকে ভেঙে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ এই বিক্ষোভের মুখে পড়ে বিক্ষোভ না সামাল দিতে পেরে জল কামান ও কাদানি গ্যাস ব্যবহার করেন। এর ফলে ওই বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।