নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর : দশ বছর ধরে বিভিন্ন জায়গায় টিউমার নিয়ে ঘুরছিলেন নারায়নগড়ের বাসিন্দা সঞ্জীব কুমার ঘোড়ই। কিন্তু কোথাও এই টিউমারের চিকিৎসা করতে পারছিলেন না চিকিৎসকরা। কারণ এই টিউমার এমন একটি শিরার মধ্যে তৈরি হয়েছে যেই শিরায় কোনরকম অপারেশন করতে গেলেই হয় প্যারালাইসিস হয়ে যাবে নয় রোগীর মৃত্যু হবে। এই পরিস্থিতিতে এই ৫৬ বছর বয়সী কাপড় ব্যবসায়ী অবশেষে হাজির হন মেদিনীপুর হাসপাতালে। আর মেদিনীপুর সুপার স্পেশালিটির হাসপাতালের ডাক্তার সুদীপ্ত চ্যাটার্জির তত্ত্বাবধানে এই বিরল পুরানো ১০ বছরের টিউমার অপারেশন সফল হল।
সপ্তাহ দুই ধরে রোগীকে হাসপাতালে রেখে এই টিউমারের অপারেশন করা হয় এবং সেই টিউমার অপারেশনের পর সুস্থ সবল অবস্থায় এই রোগীকে অবশেষে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকেরা। যদিও চিকিৎসকদের বক্তব্য, এই টিউমার সাধারণত ১০ লক্ষ মানুষের মধ্যে ৬ জনের হয়।যার ratio aspiri পয়েন্ট সিক্স। সাধারণত এই ধরনের বিরল টিউমার সচরাচর দেখা যায় না বললেই চলে এবং এই টিউমার কারো হলে তা অপারেশন করা খুবই কষ্টসাধ্য ও দুর্লভ। কিন্তু মেদিনীপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেই টিউমার সফল অপারেশন হওয়ায় খুশি চিকিৎসক সহ রুগীর আত্মীয়-স্বজন।