তৃণমূলকে নিশানা লকেট চট্টোপাধ্যায়ের

author-image
Harmeet
New Update
তৃণমূলকে নিশানা লকেট চট্টোপাধ্যায়ের

বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়া : বাঁকুড়ায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুধু রাজনীতি নয় আমলাতন্ত্রেও দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করলেন তিনি। দুর্গাপুজোয় ক্লাবগুলোকে অনুদান দেওয়া থেকে সরকারি কর্মীদের ডিএ বন্ধ নিয়েও সুর চড়ান লকেট।এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, "পুরো পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিতে ভরে গিয়েছে, শুধু নেতারা নয়, আমলারাও এর সাথে জড়িত। দুর্গাপুজো কমিটিগুলোকে ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া প্রসঙ্গে তিনি জানান, এদিকে মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেই টাকা দাও, দিল্লীতে গিয়ে ধর্ণা দিচ্ছেন, আর এদিকে নিজেদের দুর্নীতি ঢাকতে ক্লাবগুলোকে চুপ করাতে টাকা ছুঁড়ে দিচ্ছেন।'' সেই টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন ছুড়ে দেন। সরকারি কর্মচারীদের ডিএ বন্ধ। তার জন্য তিনি সরকারি কর্মচারীদের সমবেত হয়ে প্রতিবাদ জানানোর কথা বলেছেন। তিনি এও জানান যে দুধের ট্যাঙ্কারে করে গরু পাচার এখনো চলছে। তার মানে পুলিশের এর সাথে ওতোপ্রতোভাবে জড়িত। সবাইকে এক মাথার থেকে টেনে ধরতে হবে তাহলে আসল দুর্নীতি সামনে আসবে ।'' সব মিলিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি।