হুড়মুড়িয়ে বাড়ছে ইলিশের দাম

author-image
Harmeet
New Update
হুড়মুড়িয়ে বাড়ছে ইলিশের দাম

নিজস্ব সংবাদদাতা:  এবছর ইলিশ ধরার মরসুমে একাধিকবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সমুদ্র থেকে খালি হাতে ফিরতে হয়েছে মৎস‍্যজীবীদের। সেকারণে ইলিশ ধরা তো দূরের কথা, প্রাণ হাতে করে মৎসজীবীরা সমুদ্র থেকে বেঁচে ফিরেছেন। আর যার সরাসরি প্রভাব পড়েছে ইলিশের দামে।ইলিশের ভরা মরসুমে বারবার এমন ঘটনা ঘটায় মাছ ব‍্যাবসায়ে ব‍্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। এই মুহুর্তে কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ডহারবার সহ একাধিক ফিশিং হারবার ও মাছের আড়তে ইলিশের দেখা নেই বললেই চলে। যেটুকু ইলিশ দেখা যাচ্ছে তা পুরানো ফ্রিজিং করা ইলিশ। কিন্তু সেই ইলিশ দিয়ে বাজারে কতক্ষণ চাহিদা মেটানো যাবে তা নিয়ে চিন্তায় মাছ ব‍্যাবসায়ীরা। বাজারে বড় ইলিশের কেজি এই মুহূর্তে ২২০০ টাকা ছুঁয়েছে। বেশি দাম দিয়েও অনেকসময় ক্রেতারা ইলিশ পাচ্ছেন না।