নিজস্ব সংবাদদাতাঃ লড়াই করলেও আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে সাবডিভিশন ওয়ানের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না ভারতের জিমন্যাস্ট প্রণতি নায়েক। সাবডিভিশন ওয়ানে তিনি স্কোর করলেন ৪২.৫৬৫। তবে আরও তিনটি সাবডিভিশন রয়েছে প্রণতির হাতে। সেখানে ভাল করার সুযোগও রয়েছে। বাকি তিনটি সাবডিভিশনও হবে রবিবারই।