নিজস্ব সংবাদদাতা: কয়লাকাণ্ডে ইডি-র মুখোমুখি আইপিএস কোটেশ্বর রাও। দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা অফিসারের। ইডি সূত্রে খবর, লালার ডায়েরির সূত্র ধরে তলব করা হয়েছে কোটেশ্বর রাওকে। লালার ডায়েরিতে মিলেছে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য। সেই তথ্য সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে আইপিএস কোটেশ্বর রাওকে।