নিজস্ব সংবাদদাতা: বজবজ-শিয়ালদা শাখায় ট্রেনের ধাক্কায় মৃত ২৷ মৃতদেহের উপর দিয়েই চলল ট্রেন৷ মর্মান্তিক এই ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী৷ সূত্রের খবর, বজবজ শিয়ালদা শাখার বজবজ থেকে শিয়ালদাগামী লাইনে, নুঙ্গি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলি হোসেন আনসারি। বিহারের বাসিন্দা এই ব্যক্তি ১১ নম্বর রেলগেটের কাছে দীর্ঘ দিন ধরে চা বিক্রি করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকালে ওই ব্যক্তি রেললাইনে বসে থাকার সময় ট্রেন এসে যায়৷ তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। এক ঘণ্টা কেটে গেলেও রেল পুলিশের আধিকারিকেরা এসে না পৌঁছানোয় ওই মৃতদেহের উপর দিয়েই ট্রেন চলাচল করেছে। অপরদিকে বেস ব্রিজ স্টেশনের আগেই রেলগেটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার।