নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস পুতিনের এক মিত্রের মেয়েকে হত্যা করা গাড়ি বোমা হামলার পেছনে কারা ছিল সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মূল্যায়নের প্রস্তাব দেননি এবং সোমবার বলেন, ইউক্রেনের হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করার বাইরে তার কাছে শেয়ার করার মতো কিছু নেই। স্টেট ডিপার্টমেন্টের এক ব্রিফিংয়ে প্রাইস বলেন, 'তারা দ্ব্যর্থহীনভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানিয়েছে।'
দারিয়া ডুগিনাকে হত্যার পেছনে কিয়েভের হাত রয়েছে বলে মস্কোর অভিযোগ স্টেট ডিপার্টমেন্ট প্রত্যাখ্যান করেছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রাইস বলেন, "রাশিয়ানরা যে এ বিষয়ে তদন্ত করবে সে বিষয়ে সন্দেহ নেই এবং রাশিয়ানরা কিছু উপসংহার তুলে ধরবে।" তিনি বলেন, 'আমাদের পক্ষ থেকে আমরা যে কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায়।'