লিভারপুলকে হারিয়ে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

author-image
Harmeet
New Update
লিভারপুলকে হারিয়ে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

নিজস্ব সংবাদদাতাঃ  আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৪–০ গোলে হারা ইউনাইটেড ঘরের মাঠে হারিয়ে দিয়েছে লিভারপুলকে। এরিক টেন হাগকে লিগে প্রথম জয়ে এনে দেওয়া ইউনাইটেড জিতেছে ২–১ গোলে। গোল দুটির একটি আবার করেছেন সেই রাশফোর্ড। ১৬ মিনিটে জেডন সাঞ্চোর দারুণ এক গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেডের গোল ৫৩ মিনিটে দ্বিগুণ করেছেন রাশফোর্ড। জয়টা অবশ্য সহজে আসেনি। ৮১ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে ব্যবধান কমানো লিভারপুল চেষ্টা করে গেছে শেষ পর্যন্ত। 

তৃতীয় ম্যাচে পাওয়া প্রথম জয়ে ৩ পয়েন্ট নিয়ে তলানির ‘তিন’ থেকে উঠে এসেছে ইউনাইটেড। ম্যাচ শেষে রাশফোর্ডরা আছেন ১৪ নম্বরে। দুঃসময় কাটানোর ইঙ্গিত দিয়ে ফেলল ইউনাইটেড। তবে ক্লপের লিভারপুলের দুঃসময় আরেকটু লম্বাই হলো এই হারে। তিন ম্যাচে শেষে জয়হীন দলটি ২ পয়েন্ট নিয়ে পড়ে আছে পয়েন্ট তালিকার ১৬তম স্থানে।