নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে তিন দফায় কিঞ্জল হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এমন দাবি করেছেন। সের্গেই শোইগু বলেন, তিন বার বিশেষ সামরিক অভিযানে কিঞ্জল হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে। এতে চমৎকার ফল মিলেছে। কিঞ্জল হলো রাশিয়ার পারমাণবিক সক্ষমতাসম্পন্ন হাইপারসনিক এয়ার-টু-সার্ফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ দুই হাজার কিলোমিটারেরও বেশি। রুশ বাহিনী ইউক্রেনে পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ যুদ্ধবিমান ব্যবহার করছে বলেও দাবি করেন সের্গেই শোইগু।