পুনেতে চালু হল যুগান্তকারী হাইড্রোজেন সেল চালিত বাস

author-image
Harmeet
New Update
পুনেতে চালু হল যুগান্তকারী হাইড্রোজেন সেল চালিত বাস

নিজস্ব সংবাদদাতাঃ আত্মনির্ভর ভারত গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, জ্বালানি ক্ষেত্রে এখনও ভারতের আত্মনির্ভর হওয়াটা অনেক দূরের পথ। তবে, রবিবার (২১ অগস্ট) এই লক্ষ্যে চলার পথে বড় মাইলফলক অতিক্রম করল ভারত। এদিন, চালু হল প্রথম দেশীয়ভাবে তৈরি করা হাইড্রোজেন জ্বালানী সেল চালিত বাস। ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ বা সিএসআইআর এবং বেসরকারী সংস্থা কেপিআইটি লিমিটেডের যৌথ উদ্যোগে এই বাসটি তৈরি হয়েছে। রবিবার পুনেতে এই বাসটি প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। বলাই বাহুল্য আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণের পাশাপাশি, হাইড্রোজেন জ্বালানী সেল চালিত এই বাস ভারতের জলবায়ু পরিবর্তন বিষয়ে নির্ধারিত লক্ষ্যগুলো পূরণেও বড় ভূমিকা নেবে। 


পুনেতে এই ধরনের সর্বপ্রথম বাসটির উদ্বোধন করে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, “আত্মনির্ভর উপায়ে ভারতে সাশ্রয়ী মূল্যের এবং ব্যবহারযোগ্য পরিচ্ছন্ন শক্তি উৎপাদন নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইড্রোজেন দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। এটি জলবায়ু পরিবর্তনের লক্ষ্য পূরণ করবে এবং নতুন উদ্যোগপতি ও কর্মসংস্থান তৈরি করবে। পরিশোধন শিল্প, সার শিল্প, ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প এবং ভারী বাণিজ্যিক পরিবহন ক্ষেত্রে কার্বন নির্গমনের পরিমাণ কম করা কঠিন। কিন্তু, সবুজ হাইড্রোজেন এমন এক চমৎকার পরিশ্রুত শক্তি, যা এই ক্ষেত্রগুলোকে গভীরভাবে নিকার্বনিকরণ করতে সক্ষম করে তোলে। ভারতের মোট কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় ১২-১৪ শতাংশই তৈরি হয় ডিজেল-চালিত ভারী যানবাহন থেকে। হাইড্রোজেন ফুয়েল সেল চালিত যানবাহন এই ক্ষেত্রে কার্বন নির্গমন দূর করার জন্য চমৎকার বিকল্প প্রদান করে।”