ঝাড়গ্রামে প্রবেশ করলো ছাত্র জাঠা

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামে প্রবেশ করলো ছাত্র জাঠা

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম : জেএনইউ এর ছাত্রসংসদের সভাপতি ঐশী ঘোষের নেতৃত্বে সর্বভারতীয় ছাত্র জাঠা সোমবার ঝাড়গ্রামে প্রবেশ করে। এখানে বর্নাঢ্য মিছিল এবং পথ সভার পর জাঠা এগিয়ে যাবে শিলদা হয়ে পুরুলিয়ার দিকে। 



ঐশী জানান, সমস্ত ড্রপ আউট ছাত্রছত্রীদের ফিরিয়ে আনতে হবে। জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করে বিকল্প শিক্ষা নীতির আবেদন করতে হবে। শিক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে বলেন, শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, দুর্নীতিতে যুক্ত সবাইকে সামনে আনার ডাক দেন। স্বচ্ছনিয়োগের কথা বলেন তিনি। আগামি ২ সেপ্টেম্বরে কলেজ স্ট্রিটে সম্মিলিত জাঠার সম্মেলনে সংবিধান বাঁচানোর লড়াই এর ডাক দেন তিনি।