নিজস্ব সংবাদদাতা : বিজেপিকে নিশানা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। তিনি পণ্ডিত জওহর লাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর মতো নেতাদের ভুলে যাওয়ার জন্য বর্তমান বিজেপি শাসনের নিন্দা করেছেন। বলেছেন, ''পন্ডিত জওহরলাল নেহেরু ছাড়া কোনও 'অমৃত মহোৎসব' সফল হতে পারে না।তাদের (বিজেপি) শাসনামলে ইন্দিরা গান্ধীর কোনো উল্লেখ নেই। অনেক মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন কিন্তু তারা তাদের কথা বলেন না। ইতিহাস সম্পর্কে সত্য বলতে চাই।'' তার অভিযোগ, ''মোদী সরকার ইতিহাসের সত্য বলতে চায় না।''
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের তালিকায় কর্ণাটক বিজেপির একটি সংবাদপত্রের বিজ্ঞাপনে পন্ডিত জওহর লাল নেহরুকে অন্তর্ভুক্ত না করার জন্য বিতর্কের বিষয় হয়ে ওঠে। পূর্ণ পৃষ্ঠায় কর্ণাটক সরকারের বিজ্ঞাপন যা 'হর ঘর তিরঙ্গা' উদ্যোগকে হাইলাইট করার চেষ্টা করেছিল কিন্তু জওহরলাল নেহেরুকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের তালিকায় অন্তর্ভুক্ত করেনি বলে অভিযোগ বিরোধীদের। আর সেই নিয়েই চলছে কংগ্রেস-বিজেপির বাক যুদ্ধ।