জেনে নিন ওলা ইলেকট্রিক গাড়ির খুঁটিনাটি

author-image
Harmeet
New Update
জেনে নিন ওলা ইলেকট্রিক গাড়ির খুঁটিনাটি

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে লঞ্চ হতে চলেছে ওলার ইলেকট্রিক গাড়ি । ইতিমধ্যেই সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল ওলার ইলেকট্রিক গাড়ির লুক অ্যান্ড ডিজাইনের একটি টিজার ভিডিও ট্যুইটে প্রকাশ করেছেন। এর আগে ইলেকট্রিক স্কুটারের রেঞ্জেই সীমাবদ্ধ ছিল ওলা সংস্থা। তবে তারা জানিয়েছিল যে ইলেকট্রিক গাড়ির পাশাপাশি স্পোর্টস কার লঞ্চেরও পরিকল্পনা রয়েছে। একে একে সেগুলোই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। ডিজাইন- ওলা ইলেকট্রিকের ওই ভিস্যুয়াল টিজারে দেখা গিয়েছে গাড়ির চওড়া বনেটে রয়েছে LED লাইট বার। এর উপরেই রয়েছে ওলার লোগো। গাড়ির পিছনের অংশে LED Tail Lamp- ও যথেষ্ট আকর্ষণীয়। এখানেও রয়েছে ওলার প্রতীক। একটি গ্লাস রুফ থাকবে এই ইলেকট্রিক ভেহিকেলে। পারফরম্যান্স- এই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে ওলা সংস্থা কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে ঘণ্টায় ০-১০০ কিলমিটার/ঘণ্টা স্পিড তুলতে হলে সময় লাগবে মাত্র ৪ সেকেন্ড। ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে স্পোর্টস কার- এর। রেঞ্জ- এই ইল ইলেকট্রিক ভেহিকেলে একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটার পর্যন্ত সফর করা সম্ভব হবে। এমনটাই শোনা গিয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে ওলার এই ইলেকট্রিক গাড়িতে।



ওলার ইলেকট্রিক গাড়ি- সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশনের মধ্যে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির দাম নিয়েই হইচই শুরু হয়েছে। ওলা কর্তৃপক্ষ এখনও তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির দাম সঠিকভাবে প্রকাশ করেনি। তবে সম্প্রতি সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন যে ওলার ইলেকট্রিক গাড়ির দাম হতে পারে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে। এটি আদতে একটি প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। লঞ্চের সম্ভাব্য সময়- শোনা যাচ্ছে ওলার এই স্মার্ট ফাস্টেস্ট ইলেকট্রিক গাড়ি যার সঙ্গে স্পোর্টস কার- এর ফিচারের অনেক মিল থাকতে চলেছে তা ভারতে সম্ভবত লঞ্চ হবে ২০২৪ সালে। অর্থাৎ বছর দুই পরে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি। ওলা কর্তৃপক্ষ ২০২১ সালের ১৫ অগস্ট ভারতে প্রথম লঞ্চ করেছিল ইলেকট্রিক স্কুটার। অনেক সমস্যা দেখা দিলেও বেশ সাড়া জাগিয়েছিল ওলার এই প্রোডাক্ট। তাই নিজেদের প্রথম ইলেকট্রিক গাড়ির ব্যাপারেও আশাবাদী ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। তাদের অনুমান এই গাড়িও ভারতের বাজারে ব্যাপকভাবে সাড়া জাগাবে