ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে : মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের পুজো উদ্যোক্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন জেলার পুজো কমিটি গুলিও। এদিন নেতাজি ইন্ডর স্টেডিয়ামের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, 'ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কালারফুল মিছিল করা হবে শহরের বুকে। ১ সেপ্টেম্বর জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হবে, দুপুর ২টোয়। রানীরাসমণি রোড হয়ে মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে। কলকাতার মতো জেলাতে মিছিল করতে হবে। পুজো কমিটিগুলো ইচ্ছে মতো মিছিল সাজাবেন। রঙিন পোশাক, ছাতা নিয়ে মিছিল হতে পারে। ছাত্রছাত্রীদের আলাদা করে আমন্ত্রণ জানানো হবে। এবার পুজোয় কার্নিভাল হবে ৮ অক্টোবর। বিসর্জন হবে ৫-৮ অক্টোবর। অফিস স্কুল যাতে দুপুর ১২ চার মধ্যে বন্ধ হয়ে যায় সেদিকটা দেখতে হবে।'

এদিন নাম না করে পুজো নিয়ে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'কলকাতায় দুর্গাপুজো হয় না বলেন অনেকে, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, এমন পুজো আর কোথাও হয় না।৪৩ হাজার নথিভুক্ত পুজো কমিটি আছে।পুজো দেখতে বিদেশ থেকে টিম আসবে।'