নিজস্ব সংবাদদাতাঃ চলতি লা লিগার দ্বিতীয় ম্যাচেও অনায়াসে জয় পেয়েছে বার্সেলোনা। রিয়েল এরিনায় রিয়াল সোসিদের বিরুদ্ধে মাঠে নেমেছিলে বার্সেলোনা। সেখানে জোড়া গোল পেয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। নিজের ৩৪ তম জন্মদিনে জোড়া গোল করে দিনটিকে আরও স্পেশাল করেছেন তিনি। মোট চারটি গোল করেছে বার্সেলোনা। ওসমানে দেম্বেলে এবং আনসু ফাতি বাকি গোল দুটি করেছেন।