অল্প খরচেই এক দিনের ভ্রমণে ইতিহাসের ছোঁয়া

author-image
Harmeet
New Update
অল্প খরচেই এক দিনের ভ্রমণে ইতিহাসের ছোঁয়া


নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি একটু দূরে কোথাও ঘুরতে যেতে চাইছেন? আবার হোটেলে রাত্রিবাসও করতে চাইছেন না? তবে এক দিনের ভ্রমণে ঘুরে আসতে পারেন এমন একটি ঐতিহাসিক স্থানের সম্বন্ধেই আপনাকে জানাবো এই প্রতিবেদনে।
Tourism stakeholders and shopkeepers suffer in Murshidabad - Telegraph India
আপনি ঘুরে আসতে পারেন হাজারদুয়ারি বাগ থেকে। ঐতিহাসিক ছোঁয়ায় আপনার মন আনন্দে ভোরে উঠবে। শিয়ালদহ থেকে ভোর ৩.৪৫ এর ট্রেন ধরে সকাল সাড়ে ৮ টা নাগাদ পৌঁছে যেতে পারবেন মুর্শিদাবাদে। 

Hazarduari Palace, Murshidabad (West Bengal)| Timings, History, Images

সেখান থেকে সারাদিন হাজারদুয়ারি বাগ ও তার সংলগ্ন ঐতিহাসিক স্থানগুলি ঘুরে আবার মুর্শিদাবাদ থেকে সন্ধ্যা ৭ টার ট্রেন ধরে রাত সাড়ে ১১ টার মধ্যে এসে পৌঁছাতে পারবেন শিয়ালদহ স্টেশনে।

Hazarduari Palace, Murshidabad, West Bengal: Famous Indian monumemts