নিজস্ব সংবাদদাতাঃ আজ ফুটবল মহলের সকলে তাকিয়ে ছিলেন সুপ্রিম কোর্টের দিকে। সেখানে ফিফার সিদ্ধান্তের কথাই বলেছেন বিচারপতি। ভারতীয় ফুটবলকে সঠিক পথে ফেরানোর জন্য নিরন্তর প্রয়াস ছাড়া গতি নেই।
এই পরিস্থিতিতে ফুটবলারদের অধিকারের কথা বললেন বাইচুং ভুটিয়া। তিনি বলেছেন, "দেশের ফুটবলকে বাঁচাতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের প্রধান লক্ষ্যই হল, দ্রুত ফিফা নির্বাসন তুলতে হবে। দেশের মাটিতে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপও আয়োজন করতে হবে। কারণ, বিশ্বকাপের সঙ্গে আমাদের সম্মান জড়িয়ে আছে।"