নিজস্ব সংবাদদাতা : মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাক্তন এমএলসি বিনায়ক মেটের মৃত্যুর পর সোমবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস বলেছিলেন যে ঘটনাটি ঘটেছে গাড়ির চালকের "সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত"র কারণে।
১৪ আগস্ট রায়গড় জেলার মাদাপ টানেলের কাছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হয় ৫২ বছর বয়সী শিব সংগ্রাম পার্টির নেতার।মারাঠা কোটা নিয়ে রাজ্য সরকারের ডাকা বৈঠকে যোগ দিতে তিনি তার নিজ জেলা বিড থেকে মুম্বাই যাচ্ছিলেন।ফড়নভিস সোমবার রাজ্য বিধানসভায় দুর্ঘটনায় মেটের মৃত্যুর বিষয়ে কংগ্রেস বিধায়ক বর্ষা গায়কওয়াডের একটি আহ্বান মনোযোগ নোটিশের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তিনি বলেন, "চালক লেন পরিবর্তন করে বাম দিক থেকে মাঝখানের লেনে একটি ভারী বাণিজ্যিক যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করেন। বাম লেনে ইতিমধ্যেই আরেকটি ভারী যানবাহন ছিল এবং সেটিকে ওভারটেক করার কোনো জায়গা ছিল না। এটি চালকের সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল।"