রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলো বিজেপি

author-image
Harmeet
New Update
রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলো বিজেপি

হরি ঘোষ, দুর্গাপুর : ট্যাংরা, কই মাছ ছেড়ে ও ধানের বীজ রোপন করে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিজেপি। দুর্গাপুরে ২৪ নম্বর ওয়ার্ডের এম এম সি সংলগ্ন লেলিন সরণির ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একাধিক বার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগমকে জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারে এগিয়ে আসছে না কেউই, এই অভিযোগ তুলে সোমবার সকালে বিক্ষোভে নামল বিজেপি।


 এদিন লেলিন সরণির ওপর জাতীয় সড়কের উড়ালপুলের নিচে ট্যাংরা, কই মাছে ছেড়ে এবং ধানের বীজ রোপন করে বিক্ষোভে সামিল হতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ ওই এলাকার বেশ কিছু বিজেপি নেতৃত্বরা এবং কর্মীরা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, টেন্ডার হওয়া সত্বেও রাস্তা সংস্কারে এগিয়ে আসছে না আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। দ্রুত রাস্তা সংস্কারে এগিয়ে না এলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় বিজেপি নেতৃত্ব।