মধ্যরেখা অতিক্রম করেছে পাঁচ চিনা যুদ্ধবিমান, দাবি তাইওয়ানের

author-image
Harmeet
New Update
মধ্যরেখা অতিক্রম করেছে পাঁচ চিনা যুদ্ধবিমান, দাবি তাইওয়ানের

নিজস্ব সংবাদদাতাঃ উত্তেজনা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। রবিবারও ১২টি চিনা বিমান ও পাঁচটি জাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে দাবি করল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক। প্রসঙ্গত, আন্তর্জাতিক জল ও আকাশসীমা আইন অনুযায়ী, এই মধ্যরেখাকে আসলে চিন ও তাইওয়ানের বিভাজন রেখা হিসাবে দেখা হয়। কিন্তু চিন যেহেতু তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে, তাই কোনও দিনই ওই বিভাজন রেখাকে মানে না তারা। 



তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক আগেই জানিয়েছে, মহড়া চলাকালীন চিনের ইস্টার্ন থিয়েটার কমান্ড নতুন করে অন্তত ৩০টি যুদ্ধবিমান ও পাঁচটি জাহাজ তাইওয়ান প্রণালীতে মোতায়েন করেছে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ দ্বীপরাষ্ট্রের সরকার।