নিজস্ব সংবাদদাতাঃ চিন সীমান্ত-চুক্তি উপেক্ষা করছে। গালওয়ান উপত্যকায় তাদের অবস্থান দুই দেশের সম্পর্কের ওপর ছায়া ফেলছে। ব্রাজিলের সাও পাওলোতে দাঁড়িয়ে অভিযোগ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রাজিলে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে গিয়ে এই কথা বলেন জয়শঙ্কর। ব্রাজিলের পর প্যারাগুয়ে এবং আর্জেন্তিনা সফরে যাবেন বিদেশমন্ত্রী। সাওপাওলোতে ভারত-চিন সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, ‘‘নয়ের দশকে চিনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল, যেখানে বলা হয়েছিল সীমান্ত এলাকায় বিরাট সেনাবাহিনী মজুত করা যাবে না। ওরা সেই চুক্তি মানেনি। গালওয়ানে কী হয়েছে, আপনারা জানেন। সমস্যার এখনও সমাধান হয়নি আর তার ছায়া পড়েছে দুই দেশের সম্পর্কে।’’ জয়শঙ্কর বললেন, ‘‘এটা আর গোপন নেই, যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।’’
জয়শঙ্কর এও জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক একতরফা হতে পারে না। তাঁর কথায়, ‘‘ওরা আমাদের প্রতিবেশী। সকলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। ব্যক্তি জীবনের পাশাপাশি দু’টি দেশের ক্ষেত্রেও একথা সত্যি। কিন্তু তার একটাই শর্ত থাকে। আমি তোমাকে অবশ্যই শ্রদ্ধা করব। তোমাকেও আমায় শ্রদ্ধা করতে হবে।’’ জয়শঙ্কর আরও বলেন, ‘‘আমাদের দৃষ্টিকোণ থেকে একটা বিষয় স্পষ্ট, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সুসম্পর্ক গড়তে হবে। সকলেরই নিজস্ব স্বার্থ রয়েছে। তবে অন্যের উদ্বেগের বিষয়টিও খেয়াল রাখা দরকার।’’