ইউক্রেনীয় গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

author-image
Harmeet
New Update
ইউক্রেনীয় গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ওডেসা অঞ্চলে দেশটির একটি গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এটিতে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট ব্যবস্থা এবং অন্যান্য পশ্চিমা বিমান বিধ্বংসী ব্যবস্থায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুত ছিল বলে দাবি মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের কালিব্র ক্ষেপণাস্ত্র দিয়ে গোলাবারুদের গুদামটি ধ্বংস করে দেওয়া হয়েছে।


এছাড়া খেরসন অঞ্চলে দুইটি এম৭৭৭ হাউইটজার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাপোরিজ্জিয়া অঞ্চলে তারা ইউক্রেনের একটি জ্বালানি ডিপোও ধ্বংস করে দিয়েছে যেটিতে ১০০ টনেরও বেশি ডিজেল ছিল।