কাঠের সেতু বাঁচাতে মরিয়া গ্রামবাসীরা

author-image
Harmeet
New Update
কাঠের সেতু বাঁচাতে মরিয়া গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ দাসপুরের পার্বতীপুরে পারাপারের কাঠের সেতু বাঁচাতে মরিয়া গ্রামবাসীরা। উল্লেখ্য, টানা কয়েকদিনের বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে কংসাবতীসহ মহকুমার বেশ কয়েকটি নদীতে জলের পরিমাণ বেড়েছে। যার জেরে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে কচুরিপানা। 


আজ দাসপুরের পার্বতীপুরে পারাপারের কাঠের সেতুতে পানার ঝাঁক জমে ওঠায় সেতুটি ভেঙে যাওয়ার উপক্রম ছিল, গ্রামবাসীরা মরিয়া হয়ে সেই সেতু বাঁচাতে পানা পরিষ্কারের কাজে হাত লাগায়। 


জানা গেছে, এই সেতুটি দিয়ে দাসপুর ১ ও ২ ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের কয়েক হাজার মানুষের পারাপার। তাই সেতুটি ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে দুই ব্লকের মধ্যে।