কলকাতায় অবতরণের আগে আতঙ্ক ছড়াল ইন্ডিগো বিমানে

author-image
Harmeet
New Update
কলকাতায় অবতরণের আগে আতঙ্ক ছড়াল ইন্ডিগো বিমানে

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় অবতরণের আগে ‘ফায়ার অ্যালার্ম’ বেজে উঠেছিল। তার জেরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল ইন্ডিগোর একটি বিমানে। জরুরি ভিত্তিতে বিমানটি কলকাতায় অবতরণ করে। যদিও পরীক্ষা-নিরীক্ষার পর উড়ান সংস্থার তরফে দাবি করা হয়েছে, বিমানে আগুন লাগেনি। ভুয়ো ‘ফায়ার অ্যালার্ম’ বেজেছিল। 

                      

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে কলকাতা বিমান অবতরণ করিয়েছেন পাইলট। বিমানের অবতরণের পর বিস্তারিত খতিয়ে দেখা হয়। শনাক্তকরণ সিস্টেমে প্রয়োজনীয় সংশোধন প্রক্রিয়া চলছে। পরে উড়ান সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, আগুন লাগেনি। তা সত্ত্বেও কেন ফায়ার অ্যালার্ম বেজেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।