New Update
নিজস্ব সংবাদদাতা, লাউদোহা : ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ড নিয়ে সিবিআই দেশের বহু বড় বড় আমলাদের গ্রেফতার করেছে। এবার কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হল পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোড়ের সন্নিহিত একটি সিমেন্ট ফ্যাক্টরির মালিক । জানা গিয়েছে, দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা যোগেশ রাজদেব তার সিমেন্ট ফ্যাক্টরিতে অবৈধ কয়লা মজুদ করতেন এবং সেখান থেকেই পাচার হতো ভিন রাজ্যে। লাউদোহার ফরিদপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যোগেশ রাজদেবকে সরপির সিমেন্ট কারখানা থেকে গ্রেফতার করে শনিবার রাতে।রবিবারই তাকে দুর্গাপুরের মহকুমা আদালতে তোলা হয়। তার কাছ থেকে আরও অনেক তথ্য মিলতে পারে বলে পুলিশ আদালতের কাছে ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানায়। মহামান্য আদালত ধৃত যোগেশ রাজদেবের পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
খনি অঞ্চলের কয়লা পাচার কাণ্ডে সিমেন্ট ফ্যাক্টরির মালিকের গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই বিষয়ে পাণ্ডবেশ্বর মন্ডলের বিজেপির আহবায়ক রূপক পাঁজা জানান, এলাকায় কয়লা পাথর সমস্ত কিছু অবৈধ কাজের সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তিনি আরো বলেন একজন ফ্যাক্টরির মালিক কয়লা পাচার শাসকদলের নেতাদের সাথে না নিয়ে কখনোই করতে পারে না। এটা নিয়ে আগামী দিনে আন্দোলনে নামবেন তারা । অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি জানান, কেন্দ্র সরকারের সম্পদ কয়লা আর সেই কয়লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্র সরকারের নিরাপত্তা রক্ষী সিআইএসএফের । সুজিত বাবু বলেন, আসলে বিজেপির পায়ের তলার মাটি নেই। তাই নানান অজুহাতে তৃণমূলকে বদনাম করার চেষ্টা । কেন্দ্র সরকারের সম্পদ কেন্দ্র সরকারের নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকতেও এই ধরনের কয়লা পাচার কেন হচ্ছে? উল্টে প্রশ্ন রাখেন তিনি ।
police
tmc
bjp
cbi
court
laudoha
pandabeswar
politics
coaltrafficking
sarpi
durgapurfaridpur
CEMENTFACTORYOWNER