এবিটিএ- এর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

author-image
Harmeet
New Update
এবিটিএ- এর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর সদর মহকুমা শাখার উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম বিদ্যালয়ের বালক বিভাগে অনুষ্ঠিত হল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীর সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেদিনীপুর সদর মহকুমা এলাকার বিভিন্ন আঞ্চলিক শাখার নির্বাচিত ৩২০ জন প্রতিযোগী এদিনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের ২৩ টি ইভেন্টে অংশ নেন। ৩৩ জন বিচারক এই প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলা, হিন্দি, সাঁওতালি ও উর্দু ভাষায় আবৃত্তি, বাংলা ও সাঁওতালি ভাষায় সঙ্গীত, প্রবন্ধ রচনা, বসে আঁকো সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়। পাশাপাশি শিক্ষক - শিক্ষিকা - শিক্ষাকর্মীদের জন্য প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সফল প্রতিযোগীদের শংসাপত্র ও স্মারক দিয়ে পুরস্কৃত করা হয


এদিনের প্রতিযোগিতার ১ম ও ২য় স্থানাধিকারী প্রতিযোগীরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এদিন চারাগাছে জল ঢেলে কর্মসূচির সূচনা করেন উদ্বোধক বিশিষ্ট সঙ্গীতগুরু ও সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা। উদ্বোধনী সঙ্গীতের পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট তরুণ সঙ্গীত শিল্পী শ্রেয়ান ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহকুমা শাখার সভানেত্রী সবিতা মান্না।স্বাগত বক্তব্য রাখেন শাখা সম্পাদক জগন্নাথ খান। এদিনের প্রতিযোগিতায় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নেতৃত্ব উত্তম মান্না ও সুরেশ পড়িয়া।