টেক্সাস সীমান্তে নতুন মিলিটারি জোন: মাইগ্রেন্টদের আটক করবে সেনারা, পরবর্তী পদক্ষেপ কী?
ট্রাম্পের সমাবর্তন ভাষণে রাজনীতি, প্রশংসা আর প্রতিশ্রুতি—অ্যাবামায় উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্টের জোরালো বার্তা
বারুদের দেশ এবার আগুনে— জ্বলন্ত জেরুজালেমে এখন শুধু ধ্বংস আর বাঁচার লড়াই
ভারতে তৈরি হবে iPhone? চীনা উৎপাদনে শুল্কে নাকাল অ্যাপল
দক্ষিণবঙ্গে দুর্যোগ, পারদ পতনে স্বস্তি! আজ কলকাতা-সহ রাজ্যের আবহাওয়ার রিপোর্ট জানুন
তুলা রাশির জাতকরা ধার দেওয়া টাকা পাবেন না! সাবধান থাকুন
তীব্র বজ্রপাত এবং বৃষ্টিতে তাপপ্রবাহ থেকে স্বস্তি! শুরু জলাবদ্ধতার জ্বালা
মিথুন রাশির সন্তানসুখ আছে কপালে! অসাবধানতা এড়িয়ে চলুন
ভোরে আবহাওয়ার মেজাজ বদলে গেল, বৃষ্টির পরে কি গরম দেখা দেবে?

সাপের কামড়ে মৃত্যু ওঝার

author-image
Harmeet
New Update
সাপের কামড়ে মৃত্যু ওঝার

দিগ্বিজয় মাহালী, চন্দ্রকোনা : সাপের কামড়ে মৃত্যু ওঝার।মাছ ধরার জালে আটকে ছিল সাপ,সেই সাপ উদ্ধার করতে গিয়ে মৃত্যু ওঝার। ঘটনাস্থল থেকে ওঝাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করলে মাঝ পথেই মৃত্যু হয় তার। মাঝ পথ থেকেই পুনরায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃত ওঝাকে। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘাটালে।রবিবার ঘটনাটি ঘটে চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের কুঁয়াপুর এলাকায়।


জানা যায়,মৃত ব্যক্তির নাম গনেশ বাগাল,বাড়ি কুঁয়াপুরে। এদিন সকালে ওই এলাকায় একটি মাঠে মাছ ধরার জালে আটকে ছিল একটি বিষধর গোখরো সাপ।আর সেই সাপ ধরতে গিয়ে গনেশ বাগালের হাতে কামড় দেয় সাপটি। চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে বাড়ি ফিরে নিজেই গাছগাছড়া দিয়ে ঔষধ বানিয়ে চিকিৎসা করার চেষ্টা করে। ততক্ষণে যা ঘটার ঘটে যায়, সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি। তারপর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। বেগতিক দেখে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চন্দ্রকোনা হাসপাতাল থেকে মেদিনীপুর নিয়ে যাওয়ার পথে গাড়িতেই মৃত্যু হয় ওই ব্যক্তির।পুনরায় তাকে ফিরিয়ে আনা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালের চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করে,খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়,পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।সাপের কামড় খেয়ে তৎক্ষনাৎ চিকিৎসার ব্যবস্থা না করে ওঝাগিরি করতে গিয়েই প্রাণ গেলো ওই ওঝার বক্তব্য স্থানীয়দের।