লকডাউন, সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা

author-image
Harmeet
New Update
লকডাউন, সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা


শান্তনু পুরকাইত, গঙ্গাসাগর : রাজ্য সহ গোটা দেশে করোনার বাড়বাড়ন্তে আতঙ্কে সাধারনেরা। করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে গোটা রাজ্যে লকডাউন এর কথা ঘোষণা করে রাজ্য সরকার। বন্ধ রয়েছে বিয়েবাড়ি, পূজা-পার্বণ থেকে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। আর লকডাউনে এইসব বন্ধ থাকায় চাহিদা কমছে মাটির জিনিসের। মাটির জিনিসপত্র চাহিদা কমে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে মৃৎশিল্পীরা। যেখানে দক্ষিণ ২৪ পরগণা জেলা সুন্দরবনের সাগরদ্বীপের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগর। আর ওই গঙ্গাসাগরে বেশ কয়েকটি গ্রামে মৃৎশিল্পীদের বাস। যেখানে মাটির জিনিস তৈরি করে সংসারে দু'মুঠো অন্ন জোগাড় করে মৃৎশিল্পীরা। কিন্তু তা যেন আজ অতীত। সংসারে প্রবেশ করেছে অভাব। 



কারণ রাজ্য সরকার রাজ্যে লকডাউন ঘোষণা করায় , বন্ধ রয়েছে সমস্ত অনুষ্ঠান। আর কমে গিয়েছে বিয়ে থেকে পূজা পার্বণ। তাতেই কমেছে মাটির চাহিদা। প্রায় বিক্রি বন্ধ মাটির জিনিসপত্র। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক পরিবার মৃৎ শিল্পের উপর নির্ভর । রুটি রুজি বলতে এরই উপর । বিগত বছর থেকে চাহিদা নেই বল্লে চলে । এছর আরো করুন অবস্থা । সরকার থেকে রেসন মারফৎ যেটুকু আসছে তাদিয়ে চলছে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই। কবে হবে স্বাভাবিক জনজীবন। কবে আবার চাহিদা বাড়বে মাটির জিনিসের। সেই আশায় বুক বাঁধছেন গঙ্গাসাগরের মৃৎশিল্পীরা।