সবথেকে বেশি গোল করার নিরিখে তিন নম্বরে জাহা

author-image
Harmeet
New Update
সবথেকে বেশি গোল করার নিরিখে তিন নম্বরে জাহা
নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আবির্ভাবেই চমকে দিয়েছিলেন উইলফ্রেড জাহা। এরপর নিজের নামের প্রতি সুবিচার করতে না পেরে সুযোগ পাননি বড় দলে। 



তবে ক্রিস্টাল প্যালেসের হয়ে ধারাবাহিকভাগে গোল করেছেন তিনি। ২০২২ মরসুমের প্রিমিয়ার লিগে করেছিলেন ১২ টি প্রিমিয়ার লিগ গোল। সন হিউন মিন এবং হ্যারি কেনের গোল সংখ্যা তাঁর গোলের থেকে বেশি।