নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আবির্ভাবেই চমকে দিয়েছিলেন উইলফ্রেড জাহা। এরপর নিজের নামের প্রতি সুবিচার করতে না পেরে সুযোগ পাননি বড় দলে।
তবে ক্রিস্টাল প্যালেসের হয়ে ধারাবাহিকভাগে গোল করেছেন তিনি। ২০২২ মরসুমের প্রিমিয়ার লিগে করেছিলেন ১২ টি প্রিমিয়ার লিগ গোল। সন হিউন মিন এবং হ্যারি কেনের গোল সংখ্যা তাঁর গোলের থেকে বেশি।