সুবর্ণরেখা নদীতে বাড়ছে জলস্তর, সতর্ক প্রশাসন

author-image
Harmeet
New Update
সুবর্ণরেখা নদীতে বাড়ছে জলস্তর, সতর্ক প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ছে। সতর্ক জেলা প্রশাসন। ঝাড়খণ্ডের গালুডি থেকে সুবর্ণরেখা নদীতে গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্তর বাড়তে শুরু করেছে। শনিবার গালুডি ব্যারেজ থেকে ৬ লক্ষ ২৫ হাজার কেউসেক জল ছাড়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে ঘন্টায় ঘন্টায় সুবর্ণরেখা নদীতে জলস্তর বাড়বে। তাই নদী তীরবর্তী এলাকার মানুষজনদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিপদের কারণ নেই বলে প্রশাসনের তরফে জানানো হয়। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। সেই সঙ্গে পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে প্রশাসন।

একটানা দুদিন বৃষ্টির ফলে সুবর্ণরেখা নদীতে জল বাড়তে শুরু করেছিল। ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে ৬ লক্ষ ২৫ হাজার কেউসেক জল ছাড়ায় সেই জল আরো বাড়তে শুরু করেছে। এছাড়াও ঝাড়গ্রাম জেলার ডুলুং নদীতে জল বাড়ায় জামবনি এবং বেলিয়াবেড়া থানার এলাকার নিচু এলাকা গুলিতে জল জমতে শুরু করেছে। ঝাড়গ্রামের সাথে জামবনি ব্লকের গিধনির যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। চিল্কিগড় চাথালের ডুলুং নদীর জল প্রবল স্রোতে বয়ে যাওয়ায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে ফেনী নদীতে জল বাড়ায় ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঝাড়গ্রাম বাঁকুড়া রোডে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও ভৈরব পাখি নদীতে জল বাড়ায় বিনপুর এর সাথে বাঁকুড়ার রায়পুরের যোগাযোগ বিচ্ছিন্ন। ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়েছেন। এছাড়াও ঝাড়গ্রাম জেলার কুঁয়াড়ি খালে জল বাড়ছে, বাড়ছে কাখুয়াখালেও জল। একটানা বৃষ্টির ফলে বিভিন্ন নদী ও খালে জল বাড়ায় নিচু এলাকা গুলি জলমগ্ন হয়ে পড়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ।