দাড়িয়া ডুগিনা নাকি আলেকজান্ডার ডুগিন! মৃত্যুর কথা ছিল কার? উঠছে প্রশ্ন

author-image
Harmeet
New Update
দাড়িয়া ডুগিনা নাকি আলেকজান্ডার ডুগিন! মৃত্যুর কথা ছিল কার? উঠছে প্রশ্ন


নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক নামে পরিচিত আলেকজান্ডার ডুগিন। শনিবার বিস্ফোরণে মৃত্যু হয়েছে তার কন্যা দাড়িয়া ডুগিনার। শনিবার মস্কোতে গাড়িতে বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে ডুগিনার। 

The strange reaction of the official Kremlin media to the death of Daria  Dugina

জানা যাচ্ছে , গাড়িটি আলেকজান্ডার ডুগিনের ছিল। নিজের গাড়ির পরিবর্তে বাবার গাড়ি চালাচ্ছিলেন দাড়িয়া ডুগিনা। এরপরেই প্রশ্ন উঠছে লক্ষ্য কে ছিলেন, দাড়িয়া ডুগিনা নাকি আলেকজান্ডার ডুগিন? যার ফলে শুরু হয়েছে জল্পনা। 

Did daughter of Aleksander Dugin, known as 'Putin's brain', die in Moscow  car accident?- The New Indian Express