নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে উর্ধ্বমুখী কোভিডের গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। এখনও অবধি দেশে আক্রান্ত হয়েছেন ৪.৪৩,৩৯, ৪২৯ জন।
একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। মোট সংক্রমণের ০.২৩% সক্রিয় কেস রয়েছে, যেখানে জাতীয় কোভিড-১৯ পুনরুদ্ধারের হার ৯৮.৫৯% বলে মন্ত্রক জানিয়েছে।